চট্টগ্রাম নগরীর রাহাত্তারপুল বড় মসজিদ সংলগ্ন গ্যারেজ এলাকায় রিক্সা চালকদের বিনামূল্যে হেপাটাইটিস পরীক্ষা ও টিকা প্রদান করা হয়েছে। বিকালে লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে হেপাটাইটিস নিয়ে সচেতনতা সভা এবং বিনামূল্যে হেপাটাইটিস বি’ ও ‘সি শনাক্তকরণ পরীক্ষা এবং টিকা প্রদান কর্মসুচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শতাধিক রিক্সা চালকের রক্ত পরীক্ষা এবং টিকা প্রদান করা হয়।
সভায় সচেতনতামূলক বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের লিভার বিভাগের সহকারী অধ্যাপক ও লিভার কেয়ার সোসাইটির সভাপতি ডা. আবদুল্লাহ আল মাহমুদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইনসেপটা ফার্মাসিউটিক্যলসের এরিয়া ম্যানেজার আবদুর রহিম লিভার কেয়ার সোসাইটির আজীবন সদস্য ইয়াসিন সেলিম মো. আইয়ুব, নওশাদ আজীজ প্রমুখ।
চট্টগ্রাম মেডিকেল কলেজের লিভার বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ বলেন হেপাটাইটিস রোগটি নীরবেই মানুষকে আক্রান্ত করে চলেছে। বলা যায় এটি বর্তমানে অন্যতম নীবর ঘাতক রোগ। তাই এ রোগকে কোনো মতেই অবহেলা করার সুযোগ নেই। হেপাটাইসিটিস পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা প্রত্যেকেরই উচিত।