Logo
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
যুব সমাজকে নতুন বাংলাদেশ গড়ার জন্য শপথ নিতে হবে গণমানুষের দল বিএনপি, তাই গণমানুষের প্রত্যাশা পূরণে অতীতের ন্যায় আগামীতেও কাজ করে যাবেঃ নাজমুল মোস্তফা আমিন  লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির পরিচিতি সভা লোহাগাড়ার সাবেক ইউএনও শরীফ উল্যাহ মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি শহীদের রক্ত ও নির্যাতিত ভাইদের আত্মত্যাগ এদেশের ইসলামী আন্দোলনের বিজয় নিশ্চিত করবে লোহাগাড়ায় পাহাড় কাটায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের অভিযান নিত্যপণ্যে বেশি দামে বিক্রি,লোহাগাড়ায় ১৩টি মামলায় ৬৮হাজার টাকা জরিমানা লোহাগাড়ায় সিরাতুল মুস্তাকীম এর কার্যকরী পরিষদ সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় মৎস্যজীবি লীগ নেতা গ্রেফতার সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গড়তে হলে ভাল মানুষ হতে হবেঃ নাজমুল মোস্তফা আমিন

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী পুননির্বাচিত

নিজস্ব প্রতিবেদকঃ

আবারো চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন আনোয়ারুল আলম চৌধুরী। তিনি ২০২৫-২০২৬ সেশনের জন্য আমির হিসেবে দায়িত্ব পালন করবেন। চলতি মাসের ১৩ অক্টোবর জেলা আমীর নির্বাচনে রুকনদের ভোট গ্রহন করা হয়।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ভোটের এ ফলাফল ঘোষণা করেন।জানা যায়, গত ১৩ অক্টোবর নগরীর আরবি কনভেনশন হলে আয়োজিত রুকন সম্মেলনে ২০২৫-২০২৬ সেশনের জন্য জেলা আমির নির্বাচনের জন্য পুরুষ ও নারী রুকনরা প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনার ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ। নির্বাচনে রুকনরা পছন্দের দায়িত্বশীলের নাম লিখে ব্যালট বক্সে ফেলেন। জামায়াতের সকল ধরনের নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। জামায়াত সূত্রে জানা যায়, রুকনদের দেওয়া ভোটের ফলাফলে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তিই আমীর নির্বাচিত হন। জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব নির্বাচনে কোন প্রার্থী থাকেন না। কেউ পদের জন্য আকাঙ্ক্ষী হলে তিনি অযোগ্য বলে বিবেচিত হন।আনোয়ারুল আলম চৌধুরী ২০০৬ সালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি ছিলেন। এরপর জামায়াতে ইসলামীতে যোগদানের পর বাকলিয়া থানা জামায়াতের আমীর, চট্টগ্রাম মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেন। এরপর চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও ২০২৩-২৪ সেশনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর নির্বাচিত হন। বর্তমানে তিনি কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য হিসাবেও দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ