নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ কেয়ারটেকার নির্বাচিত হয়েছেন লোহাগাড়া উপজেলার মডেল কেয়ারটেকার মোহাম্মদ রাশেদুল ইসলাম।
সোমবার (২ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে চট্টগ্রাম জেলার কেয়ারটেকারদের মিটিং ও ট্রেনিংয়ে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মোহাম্মদ আবু আহছান এই সম্মাননা তুলে দেন।
জানা যায়, বিগত শিক্ষাবর্ষের কর্ম দক্ষতা, সততা, ফিল্ড পর্যায়ে পারফরমেন্স উপর যাচাই-বাছাই করে মোহাম্মদ রাশেদুল ইসলামকে জেলা পর্যায়ে এই পুরস্কার ঘোষণা করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মোহাম্মদ আবু আহসান , ফিল্ড অফিসার মোহাম্মদ ফয়েজ উল্লাহ, মাষ্টার ট্রেইনার ফরিদ আহমদ ও চট্টগ্রাম জেলার সুপারভাইজার বৃন্দ।