নগরীর ইপিজেড থেকে বিদেশি তৈরি পোশাক কারখানায় চুরির সাথে সম্পৃক্ততার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে সিএমপির ইপিজেড থানা পুলিশ। তারা হলেন- কামরুল হুদা প্রকাশ রুবেল মো হোসেন প্রকাশ রানা এবং মো. শাকিল। অভিযানে তাদের কাছ থেকে চুরি হওয়া প্রায় ১৫ লাখ টাকার গার্মেন্টস পণ্য উদ্ধার করা হয়। শুক্রবার রাতে নগরীর ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ইপিজেড থানার এসআই রানা প্রতাপ বনিক বলেন গত ৬ নভেম্বর ইপিজেড থানাধীন বিদেশী গার্মেন্টস’র স্টোর রুম থেকে ১৩শ’ পিস রপ্তানী পণ্য চুরি করে নিয়ে যায় চোর সিন্ডিকেট। চুরির ঘটনায় পরের দিন ইপিজেড থানায় মামলা দায়ের করা হয়। এরপর তদন্তে নামে থানা পুলিশ। পরে ঢাকা এবং চট্টগ্রামে টানা অভিযান চালিয়ে চুরি হওয়া মালামালের মধ্যে ৮৫০ পিস উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় তিন জনকে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।