চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন কলসি দীঘির পাড় এলাকায় ৯ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মোহাম্মদ রিপন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১১টায় অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বন্দর থানা পুলিশ।
জানা গেছে, শিশুটিকে দোকানে ডেকে নিয়ে বলাৎকারের চেষ্টা করে রিপন। বিষয়টি বুঝতে পারে স্থানীয়রা। পরে তাকে আটক করে পুলিশে দেয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ সুলতানা এহসান উদ্দিন জানান, ঘটনাটির তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।