Logo
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

চট্টগ্রামে যুবককে অপহরণের পর মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩

অপহরণ, মুক্তিপণ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড় থেকে মো. বেলাল মিয়া নামে (৩৫) এক যুবককে অপহরণ করে তাকে মুক্তিপণ আদায়ের অভিযোগ পেয়ে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।

অভিযানে অপহরণ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি তাদের কাছ থেকে অপহরণকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি ফোল্ডেবল বাটন, একটি লোহার রড এবং মুক্তিপণ হিসেবে ভুক্তভোগীর কাছ থেকে জোরপূর্বক আদায়কৃত চারটি চেক উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, সোমবার (৭ এপ্রিল) বিকাল ৩টায় অলংকার মোড় ও সরাইপাড়ার পদ্মপুকুর বাই লেইনের সালামত সুফিয়া ম্যানশনের চতুর্থ তলার একটি বাসা থেকে এসব মালামালসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইসমাইল হোসেন (৩৮), মো. বেলাল (৪৭) ও নুর মোহাম্মদ প্রকাশ রাসেল (৩৩)।

বিষয়টি নিশ্চিত করে সিএমপির জনসংযোগ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, গত ৬ এপ্রিল রাত আনুমানিক সাড়ে সাতটায় অলংকার মোড় এলাকা থেকে বেলাল মিয়া নামক একব্যক্তিকে অপহরণ করে পদ্ম পুকুর বাই লেইনের সালামত সুফিয়া ম্যানশনের চতুর্থ তলায় অবস্থিত একটি বাসায় নিয়ে যায়।

সেখানে মুক্তিপণ আদায়ের জন্য রাতভর তাকে আটকে রেখে মারধর করে। এক পর্যায়ে নগদ টাকা ও চেক আদায় করে অপহরণকারীরা।

এ ঘটনায় গতকাল দুপুরে পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী। অভিযোগ পেয়ে বিকাল ৩টায় অলংকার মোড় থেকে ও সরাইপাড়া পদ্মপুকুর পাড় এলাকার সালামত সুফিয়া ম্যানশনের চতুর্থ তলার একটি বাসায় অভিযান চালায় পাহাড়তলী পুলিশের টিম।

অভিযানে ভিকটিমের কাছ থেকে মুক্তিপণ হিসেবে নেওয়া চারটি চেক এবং অপহরণকাজে ব্যবহৃত বিভিন্ন আলামতসহ তিন অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানায় এ পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ