Logo
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তা স্বামীকে হত্যার দায়ে স্ত্রী গ্রেপ্তার

ব্যাংক কর্মকর্তা, স্বামী, হত্যা

চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে জাফর আলী চৌধুরী (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তাকে হত্যার অভিযোগে স্ত্রী রোমানা ইসলামকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার বিকেলে চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার রোমানা ইসলাম ফটিকছড়ির ভূজপুর থানার ইদিলপুর এলাকার ৮ নং ওয়ার্ড চৌধুরী বাড়ির মো ফয়জুল ইসলামের মেয়ে। তিনি চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লক ৯ নং রোডের ২০৬ নং বাসার বাসিন্দা।

এর আগে শনিবার রাতে চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের ৯ নম্বর সড়কের ২০৬ নং বাসা থেকে ব্যাংক কর্মকর্তা জাফরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহের হাতে নখের আঁচড়, কানে জমাটবাঁধা রক্ত এবং মাথার পেছনে ফোলা জখম ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে রবিবার (২৩ মার্চ) দুপুরে নগরের চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেন নিহত জাফর আলী চৌধুরীর ছোট ভাই মো. আবুল হাসনাত।

শনিবার সন্ধ্যা ৬টার পর এক ঘন্টা সময়ে জাফরকে তার স্ত্রী রোমানা ইসলাম নিজ হাতে কিংবা অন্য কারও সাহায্যে হত্যা করেছেন বলে এজাহারে অভিযোগ করেন বাদী আবুল হাসনাত।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার রাতে চান্দগাঁও আবাসিক এলাকা থেকে এক ব্যাংক কর্মকর্তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রীকে একমাত্র আসামি করে নিহতের ছোট ভাই বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় স্ত্রী রোমানা ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিহত জাফর আলী চৌধুরী ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার উত্তর ইদিলপুর এলাকার জানে আলম চৌধুরীর ছেলে। তিনি আল আরাফাহ্ ইসলামী ব্যাংক কদমতলী শাখার সিনিয়র এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ