Logo
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

চট্টগ্রামে বাসের মুখোমুখি সংর্ঘষ : আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। দোহাজারী হাইওয়ে থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবদুল মতিন জানান, চন্দনাইশের গাছবাড়িয়া এলাকায় ভোরে দোয়েল ও হানিফ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই গাড়ির চালকসহ ৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলো দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। মহাসড়কটিতে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঝরছে প্রাণ। প্রশাসনের নানা উদ্যোগের পরও প্রাণহানি ঠেকানো সম্ভব হচ্ছে না।

পুলিশ বলছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একাধিক কারণে ঘটছে দুর্ঘটনা। প্রশিক্ষণবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, বিনা প্রয়োজনে ওভারটেক, বেপরোয়া গতি, ভাঙাচোরা সড়ক ও চালকদের প্রায়ই নেশাগ্রস্ত হয়ে পড়া ও ট্রাফিক আইন না মানাসহ বিভিন্ন কারণে এ সড়কে একের পর এক দুর্ঘটনা ঘটছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ