Logo
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে বৃদ্ধসহ আটক ২, শিক্ষার্থী বহিষ্কার

ধর্ষণ বৃদ্ধ,শিক্ষার্থী, বহিষ্কার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি হাসানবাদ সন্দ্বীপ পাড়া এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। এলাকাবাসী অভিযুক্ত ধর্ষককে পিটিয়ে পুলিশে কাছে সোপর্দ করেছে।

এদিকে কর্ণফুলী উপজেলায় শালীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আপন দুলা ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় দুলাভাই মোঃ ফারুককে (২৯) পুলিশ গ্রেপ্তার করেছে।

অপরদিকে চুয়েটের বাসে নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে এক শিক্ষার্থীকে একাডেমিক বহিষ্কার করা হয়েছে।

সীতাকুণ্ডের ঘটনার বিষয়ে স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গতকাল সোমবার (১০ মার্চ) দুপুরের দিকে বৃদ্ধ ইউসুফ এলাকার ছোট একটি শিশুকে একশ টাকার লোভ দেখিয়ে তাঁর বাড়ির পাশের পুকুরপাড় থেকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর রাতে বিক্ষুব্ধ জনতা ইউসুফকে ঘর থেকে ধরে এনে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দিবাগত রাত তিনটার দিকে কিছুটা সুস্থবোধ করলে তাঁকে থানায় নিয়ে আসে পুলিশ।

ধর্ষণের ঘটনায় সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি হাসানবাদ সন্দ্বীপ পাড়া এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে মো. ইউসুফকে আসামি করে শিশুটির বাবা সীতাকুণ্ড থানায় মামলা করেছেন।

এ বিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সোহেল রানা বলেন, জনগণের রোষানল থেকে আমরা ৭০ বছর বয়সী অভিযুক্ত বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।

অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা পরবর্তী আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

এদিকে গত রবিবার রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়ানগর পেইজ্যার বাপের বাড়ি এলাকায় শালীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুলাভাই মো. ফারুক (২৯) কে পুলিশ গ্রেপ্তার করেছে। পেশায় দিনমজুর দুলাভাই ওই এলাকার মো. নাছিরের ছেলে।

স্থানীয়রা জানান, ভোলা জেলার চরফ্যাশন এলাকা থেকে এসে ভিকটিম দুলাভাইয়ের বাড়িতে বেশ কিছুদিন ধরে বসবাস করে আসছিল। গত শনিবার রাতে তাদের ঘরে শালীকে ধর্ষণের চেষ্টা করে দুলাভাই ফারুক।

পরে বিষয়টি তাদের পরিবার ছাড়িয়ে বাইরে জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। এরই জের ধরে সোমবার (১০ মার্চ) রাতে এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।

এ ঘটনায় ভিকটিমের মায়ের উপরও হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। রাত ১টায় পর্যন্ত দুলাভাই ফারুককে থানায় আটক করা হয় এবং থানার বাইরে স্থানীয় লোকজন ভিড় জমায়।

অপরদিকে, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী পরিবহন বাসে এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে যন্ত্রকৌশল বিভাগের এক ছাত্রকে দুই টার্মের জন্য একাডেমিক বহিষ্কার করা হয়েছে।

একই সাথে চুয়েটের যেকোনো ধরনের যানবাহনের (অ্যাম্বুলেন্স ব্যতীত) ব্যবহারের ক্ষেত্রে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

চুয়েটের স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই বহিষ্কারাদেশ প্রদান করা হয়। বহিষ্কারাদেশ প্রাপ্ত এই শিক্ষার্থী নাম প্রানেশ চৌধুরী।

চুয়েটের ২১ ব্যাচের নারী শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও অন্যান্য বিষয় বিবেচনা এই শাস্তি প্রদান করা হয়।

সোমবার এই বিষয়ের সত্যতা নিশ্চিত করেন চুয়েটের ছাত্রকল্যাণ উপপরিচালক মো. সাইফুল ইসলাম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটি সবদিক বিবেচনা করে এই শাস্তি প্রদান করেছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধির ৭নং ধারা অনুযায়ী ইচ্ছা করলে উক্ত ছাত্র একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বরাবরে আগামী ১৫ দিনের মধ্যে উপরোক্ত শান্তির বিষয়ে আপিল করতে পারবে।

এ বিষয়ে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। আপিলের আবেদন জমা দিলেও এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রদত্ত শাস্তির আদেশ চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ