Logo
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

চট্টগ্রামের ৬০ গ্রামে ঈদুল আজহা পালিত

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে আজ রোববার (১৬ জুন) ঈদুল আজহা পালিত হয়েছে।

এলাকাগুলো হলো-দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ, আনোয়ারা উপজেলার প্রায় ৬০টি গ্রামের মানুষ আজ রোববার মির্জাখীল দরবার শরীফের মাঠে ঈদুল-উল-আজহার নামাজ আদায় করে।

এ দিকে সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে দীর্ঘ ২৫০ বছর আগে থেকে একদিন আগে ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহা পালন করে আসছেন।

জানা গেছে, মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা সাতকানিয়ার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া ও গাটিয়াডাঙ্গা, লোহাগাড়ার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা চরম্বা ও চুনতি, বাঁশখালীর জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, তৈলারদ্বীপ ও কালিপুর পটিয়ার হাইদগাঁও, বাহুলী ও ভেল্লাপাড়াসহ ৬০টি গ্রামের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ ঈদ উদযাপন করেছেন।

এ ছাড়াও বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চন্দনাইশের বেশ কয়েকটি গ্রামে মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা একইসঙ্গে ঈদ-উল-আজহা পালন করেন।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ