সিএসপি ডেস্ক:
চট্টগ্রামের সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঙ্গে চট্টগ্রামের সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও স্থানীয় পত্রিকাগুলোর পরিস্থিতি নিয়ে আলোচনাকালে তিনি এ আশ্বাস দেন।
সোমবার (৬ মে) তথ্য মন্ত্রণালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সিইউজে নেতৃবৃন্দ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর কাছে চট্টগ্রামের সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দৈনিক আজাদীর পরিস্থিতি বিষয়ে বিস্তারিত চিত্র তুলে ধরেন। প্রতিমন্ত্রী নেতৃবৃন্দের বক্তব্য মনযোগ সহকারে শোনেন এবং এসব বিষয় সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এদিকে বিএফইউজে নেতৃবৃন্দ চট্টগ্রামের সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেয়ায় তথ্য প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং সাংবাদিকদের জন্য দশম ওয়েজ বোর্ড গঠনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব দীপ আজাদ।
সিএসপি/বিআরসি