Logo
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রাম বন্দর ও কাস্টমস ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও উপ-সচিব ওএসডি বাবরসহ ৬ জন খালাস, পরেশ বড়ুয়াসহ ৫ জনের সাজা কমল লোহাগাড়ায় অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে এক বন্ধুকে হত্যার অভিযোগ, জড়িত সন্দেহে তিন বন্ধু আটক লোহাগাড়ায় দখলীয় জায়গা জোরপূর্বক দখল প্রচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লোহাগাড়ায় নিরাপদ মহাসড়ক ও দূর্ঘটনা রোধকল্পে মতবিনিময় সভা দলীয় নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন সাবেক ছাত্রদল নেতা এসএম আবু তাহের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলকে সুসংগঠিত করুনঃ নাজমুল মোস্তফা আমিন রোগীদের সাথে ভাল ব্যবহার করতে হবে, মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হবেঃ ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন বটতলী স্টেশনে যানজট নিরসনে কঠোর অবস্থানে লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটি

চট্টগ্রামের পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আসামী ছিনতাই; পুলিশ ফাঁকা গুলি

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট ফাঁড়িতে হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ মো. হানিফ ও দেলোয়ার নামে দুই ইয়াবা পাচারকারীকে কেড়ে নিয়ে গেছে তার অনুসারীরা। এসময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। নিজেদের আত্মরক্ষা ও হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটেছে। দুই আসামীর মধ্যে হানিফ মধ্যম মোহরা ৮ নম্বর ব্রিজ সংলগ্ন লোকমান সওদাগরের ছেলে ও দেলোয়ারের পুরো পরিচয় জানা যায়নি।

এদিকে পুলিশ ফাঁড়ি থেকে আসামি ছিনিয়ে নেয়ার পর ফাঁড়িতে আসামি না রাখতে সব থানায় নির্দেশনা দিয়েছে নগর পুলিশ।

নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার মোখলেছুর রহমান বলেন, সন্ধ্যায় দেলোয়ার ও হানিফ নামে দুই মাদক পাচারকারীকে পাঁচ হাজার ইয়াবাসহ কালুরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে কালুরঘাট পুলিশ ফাঁড়িতে নেয়া হয়। এসময় তাদের কয়েকজন অনুসারী তৃতীয় লিঙ্গের কিছু মানুষ জড়ো করে ফাঁড়িতে হামলা চালায় এবং তাদের ছিনিয়ে নেয়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

ছিনিয়ে নেয়া দুই মাদক পাচারকারীকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন ডিসি মোখলেছুর রহমান।

স্থানীয় লোকজন জানান, পাঁচ হাজার ইয়াবাসহ হানিফ ও দেলোয়ার নামে দুই ব্যক্তিকে শনিবার সন্ধ্যায় কালুরঘাট এলাকা থেকে আটক করে পুলিশ। আটকের পর এক হাতে হ্যান্ডকাফ পরিয়ে তাদের চান্দগাঁও থানার কালুরঘাট পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পুলিশের গাড়ি থেকে নামানোর পর হ্যান্ডকাফসহ দুইজনই দৌড়ে পালানোর চেষ্টা করে। পেছনে পেছনে পুলিশের কনস্টেবলরাও তাদের ধরতে দৌড় দেয়। হানিফকে আটকের খবর পেয়ে একই সময় তৃতীয় লিঙ্গের ২৫ থেকে ৩০ জনসহ তার অনুসারীরা কালুরঘাট ফাঁড়িতে ইট পাটকেল ছুঁড়ে মারে। হানিফের বোনও তৃতীয় লিঙ্গের লোক। তার নেতৃত্বে পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ