চকরিয়া প্রতিনিধি:
চকরিয়ার সাহারবিল থেকে দুর্লভ প্রজাতির বিলুপ্তপ্রায় চারটি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) সকালে এসব প্রাণী উদ্ধার করে অবমুক্ত করে র্যাব।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চকরিয়া থানার কোরালখালি এলাকায় একটি বাড়িতে কবুতরের খাঁচায় দুর্লভ প্রজাতির বিপন্ন প্রায় চারটি বন্যপ্রাণী আটকে রাখা হয়েছে।
খবর পেয়ে সকালে র্যাব-১৫ অভিযান চালায়। অভিযানে একটি বাড়ি থেকে চারটি বিলুপ্ত প্রায় প্রাণী উদ্ধার করতে সক্ষম হয়। চার উদ্ধার হওয়া বন্যপ্রাণীর মধ্যে ছিল একটি লাম চিতা, একটি গন্ধগোকুল এবং একজোড়া সাদা বক।
পরে বন্যপ্রণীগুলোকে বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
সিএসপি/বিআরসি