চকরিয়া প্রতিনিধি:
চকরিয়ার ফাঁসিয়াখালীতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে কাঠবোঝাই একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় কাঠবোঝাই নসিমনটি রেললাইন থেকে কয়েশফুট দূরে গিয়ে ছিটকে পড়ে।
রোববার (২৪মার্চ) দুপুর দেড়টার দিকে ফাঁসিয়াখালীর ছাইরাখালী এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়-ফাঁসিয়াখালীর ছাইরাখালী সড়কের উপর দিয়ে চলমান রেললাইনের দুইপাশে এখনো সিগন্যাল গেট স্থাপন করা হয়নি। এ কারণে কাঠবোঝাই নসিমনটি দ্রুত গতিতে রেললাইন পার হচ্ছিল। সেই মুহূর্তে কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনটি দুর্ঘটনায় পতিত হয়।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান- সড়কের দুই পাশে সিগন্যাল গেট স্থাপন না হওয়ায় এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কয়েক মিনিট পর নিজ গন্তব্যে রওনা দিয়েছে দুর্ঘটনায় পতিত ট্রেনটি। খবর পেয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিএসপি/বিআরসি