রায়হান সিকদার,চট্টগ্রাম সংবাদ প্রতিনিধিঃ
কক্সবাজার জেলার চকরিয়ায় মহাসড়কে বাসের ধাক্কায় মোঃ রুস্তম আলী (৩৭) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।
১ ডিসেম্বর বেলা ১২টার দিকে এ দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। নিহত রুস্তম লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নুরুল হক সওদাগরের পুত্র এবং তিনি ১ ছেলে ১মেয়ে সন্তানের জনক। তার মেয়ের বয়স ১৮দিন।
নিহতের মামা সালা উদ্দিন প্রতিবেদককে বলেন, রুস্তুম আলী পদুয়া তেওয়ারী হাট এবং বটতলী স্টেশনে সাহেব বাজারে কাঁচা মরিচ বিক্রি করে। সকালে বাড়ি থেকে চকরিয়ায় কাঁচা মরিচসহ তরকারি কেনার জন্য গিয়েছিল।মালামাল কিনে আমার ভাগিনা সেখান থেকে লোহাগাড়ায় আসার জন্য গাড়ির জন্য অপেক্ষা করে। মুহুর্তের মধ্যে একটি বাস তাকে জোরেশোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রান হারায়।
চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি কেউ অবগত করেনি। তবে, আমার হাইওয়ে থানা পুলিশের টিম রয়েছে। খবর নিয়ে গাড়িটা জব্দ করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।