নিজস্ব প্রতিবেদক:
নগরের চকবাজার গুলজার টাওয়ার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেস্টুরেন্টে ডুকে পড়েছে চট্টমেট্রো গ-১১৪৭৮৮ নাম্বারের একটি প্রাইভেট গাড়ি।
শুক্রবার (৭ জুন) সাড়ে ১২টায় পার্কিং থেকে বের হওয়ার সময় রাস্তায় উঠে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো পাশে থাকা “ওয়াফেল এন্ড লেমোনেড” নামক রেস্টুরেন্টে গিয়ে ধাক্কা দেয়।
এতে কেউ আহত হয়নি বলে জানা গেছে। চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি ফুটপাত থেকে সরিয়ে ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানা যায়।
সিএসপি/বিআরসি