Logo
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

গীতা ভারতী মিশন (সেবক সংঘ চট্টগ্রাম) এর ধর্মালোচনা আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক: যুগ প্রবর্তক মহর্ষি প্রেমানন্দজী কর্তৃক প্রতিষ্ঠিত গীতা ভারতী মিশন (সেবক সংঘ চট্টগ্রাম) এর উদ্যোগে আগামী ৮ সেপ্টেম্বর ২০২৩ রোজ শুক্রবার সকাল ১১ টা থেকে প্রায় ১টা পর্যন্ত কোতোয়ালী থানার সম্মুখে বাংলাদেশ ব্যাংকের বিপরীতে ইকুইটি অনিত্রি ভবনের (লিফটে) নয় তলায় শ্রীমদ্ভগবদ গীতার আলোকে ধর্মালোচনা, ভজন, কীর্তন, প্রার্থনা ও ধ্যান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আধ্যাত্মিক ভাবধারা ভক্তবৃন্দের নিকট নিবেদনের উদ্দেশ্যে, গীতা ভারতী মিশন ( সেবক সংঘ চট্টগ্রাম) প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার সকাল ১১ টা থেকে ১টা পর্যন্ত শ্রীমদ্ভগবদ গীতার আলোকে ধর্মালোচনা, ভজন, কীর্তন, প্রার্থনা ও ধ্যান অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠান শেষে সকল ভক্তবৃন্দের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয় উক্ত অনুষ্ঠানে সকল ভক্তকে আধ্যাত্মিক ভাবধারার সকল কার্যক্রম আস্বাদনের জন্য বিনীত আহবান জানিয়েছেন, গীতা ভারতী মিশন (সেবক সংঘ চট্টগ্রাম ) এর আহবায়ক ডাক্তার সুকল্যাণ তালুকদার ও সদস্য সচিব ওমেক্স ধর।

যোগাযোগ মোবাইল:- 01811257399‌


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ