Logo
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

গণপিটুনিতে নিহত শামসুল আলম, পুলিশের বিরুদ্ধে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ

সিএসপি নিউজ: চট্টগ্রামের পটিয়া উপজেলায় গণপিটুনিতে নিহত শামসুল আলমের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশকে ঘটনায় ভিন্নখাতে প্রভাবিত করার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. রিয়াজ। তিনি দাবি করেন, গত ২১ ডিসেম্বর পটিয়ার হাইদগাঁও এলাকায় শামসুল আলম গণপিটুনিতে নিহত হন। স্থানীয়দের তথ্যমতে, শামসুল আলমের নেতৃত্বে সন্ত্রাসীরা মুদি দোকানি ইউনুচের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে স্থানীয় জনতা ধাওয়া করলে শামসুল গণপিটুনির শিকার হন। পুলিশ তাকে এবং গুরুতর আহত ইউনুচকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, পুলিশ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে শামসুল আলমের স্ত্রীকে দিয়ে ইউনুচসহ তার পরিবারের ১৬ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা রেকর্ড করে। মামলায় ভুক্তভোগীদের মধ্যে ছাত্র, দিনমজুর এবং ব্যবসায়ীরা রয়েছেন। ভুক্তভোগীরা জানান, জমি সংক্রান্ত বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে। সালিশি বৈঠকে ইউনুচ জমির মালিক হিসেবে স্বীকৃত হলেও শামসুল তা মেনে নিতে পারেননি।

রিয়াজ জানান, হামলার দিন শামসুল আলম দা এবং রামদাসহ সন্ত্রাসীদের নিয়ে দোকানে হামলা চালান। এ সময় ইউনুচ গুরুতর আহত হন এবং তার কর্মচারীকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীদের প্রতিরোধ করেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ঘটনার পর ইউনুচ থানায় মামলা করতে গেলে পটিয়া থানার ওসি তার অভিযোগ আমলে না নিয়ে তাকে তিরস্কার করেন। বরং শামসুলের স্ত্রীকে দিয়ে নিজেদের তৈরি এজাহারে মামলা রেকর্ড করেন। পুলিশ এ ঘটনায় অনৈতিকভাবে প্রভাবিত হয়ে আসল ঘটনাকে আড়াল করছে বলে অভিযোগ করেন ইউনুচের পরিবার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভূক্তভোগী আছমা আকতার, রবিউল, নিশান, এমদাদ, রিদোয়ান, মানিক, ভূক্তভোগী ইউনুচের ছেলে তৌফিক রেজা, ভূক্তভোগী ইউনুচের ছেলে হোসাইন রেজা, কাইছার ও আবছার সহ প্রমুখ ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ