কাপ্তাই প্রতিনিধি:
নগরের খুলশী থেকে কাপ্তাইয়ের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মুন্নাকে (২২) গ্রেপ্তার করা করেছে কাপ্তাই থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মুন্না কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের খালেকের টিলার আরব আলীর ছেলে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মুন্নাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মুন্নাকে রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।
সিএসপি/বিআরসি