Logo
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন

খাদীজাতুল কুবরা (রা.) একাডেমিতে বই উৎসব

লোহাগাড়া প্রতিনিধিঃ দ্বীনে শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আধুনগরে খাদীজাতুল কুবরা রাঃ একাডেমী। এ মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন পরিবর্তন এনেছে। ১ জানুয়ারী বছরের শুরুতে সরকারের পক্ষ থেকে নতুন বই বিতরণ করা হয়েছে শিক্ষার্থীদের মাঝে। শিক্ষার্থীরা বইয়ের ঘ্রাণ পেয়ে অনেক আনন্দিত।একইদিন সকালে মাদ্রাসার হল রুমে বই বিতরণ উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার সভাপতি মানবিক ডাক্তার মোহাম্মদ লোকমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি, লোহাগাড়া প্রেস ক্লাবের প্রচার-প্রকাশনা সম্পাদক মুুহাম্মদ রায়হান সিকদার। প্রধান বক্তা ছিলেন হারবাং দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ঈসা। প্রধান মেহমান ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য, চুনতি উচ্চ বিদ্যালয়ের নির্বাচিত অভিভাবক সদস্য মোহাম্মদ নুরুচ্ছফা। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আবুল কাশেম, মোহাম্মদ আয়ুব,সাইফুল ইসলাম, মাদ্রাসার পরিচালক মোরশেদ আলম। একাডেমির সিনিয়র শিক্ষক মাওলানা রিদওয়ান আল নেওয়াজের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অত্র একাডেমির হিফজ বালক বিভাগের শিক্ষক, হাফেজ মাওলানা সাজিদুর রহমান, হাফেজ ইজাজ আহমদ শাহজাহান, হিফজ বালিকা বিভাগের শিক্ষিকা হাফেজা উম্মে জয়নাব, হাফেজা কানিজ ফাতেমা, হাফেজা আসমাউল হুসনা, হাফেজা নুসরাত জাহান সাঈদা, হাফেজা বিলকিস আক্তার, একাডেমির শিক্ষিকা হুমাইরা ইয়াসমিন মুন্নী, তাহমিনা আক্তার, সায়মা আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ