খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা থেকে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ।
রোববার (১৯ মে) সকালে উপজেলার ইয়ারাংছড়ি বাজার সংলগ্ন গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়।
বন বিভাগের ঝুম নিয়ন্ত্রণের আওতাধীন হাজাছড়া রেঞ্জ কর্মকর্তা মো. তুহিনুল হক জানান, শনিবার সন্ধ্যায় ইরায়াংছড়ি বাজার গ্রামের বাসিন্দা লজ্জাবতী বানরটি রাস্তায় দেখতে পায়। পরে সেটিকে উদ্ধার স্থানীয় এক ব্যক্তি তার বাড়িতে নিয়ে যায়।
বিষয়টি জানার পর রোববার সকালে দ্রুত বন বিভাগ বানরটি উদ্ধার করে। পরে দীঘিনালার ভৈরফা পাহাড়ে বন বিভাগ এটিকে সুস্থ অবস্থায় অবমুক্ত করে। এ সময় বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) লজ্জাবতী বানরকে বিপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত করেছে।
সিএসপি/বিআরসি