খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে বালুর ট্রাকে করে বিদেশি মদ পরিবহনের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় ১ শত ৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
আটকরা হলেন-পানছড়ির মো. জামাল হোসেন, মো. আবু সিদ্দিক ও মো. মোবারক হোসেন।
শনিবার (৮ জুন) সকালে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, শুক্রবার রাতে ভারতের সীমান্তবর্তী উপজেলা পানছড়ি থেকে বালু বোঝাই ট্রাকে করে ৪ কার্টুনে বিদেশি মদ জেলা সদরে পাচার করছিল একটি চক্র। এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা সদরের অনন্ত মাস্টারপাড়া থেকে ১ শত ৮ বোতল বিদেশি মদসহ ট্রাকটি জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে গতকাল রাতেই খাগড়াছড়ি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। চক্রের মূলহোতাদের আটক করতে আটককৃত তিন আসামিদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সিএসপি/বিআরসি