সিএসপি ডেস্ক:
নগরের কোতোয়ালীর মোড় থেকে ৯ হাজার ৫ শত পিস ইয়াবা ও দুই নারীসহ চার ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন-খালেদা বেগম (৩২), মো. মনির (৪৯), রেহেনা আক্তার (২২) ও মো. সফিকুল ইসলাম (৩৪)।
বুধবার (২০ মার্চ) ভোরে কোতোয়ালী থানার মোড়ে জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ মার্চ ভোরে কোতোয়ালী থানার সামনে তল্লাশী চালিয়ে চারজনকে আটক করা হয়।
এসময় আটককৃত আসামিদের দেহ তল্লাশি করে ৯ হাজার ৫ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ) ধারা মামলা করা হয়েছে।
সিএসপি/বিআরসি