নিজস্ব প্রতিবেদক:
নগরের কোতোয়ালীর স্টেশন রোড এলাকা থেকে পাঁচ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. হোসেন (৪৫) ও মো. দুলাল মিয়া প্রকাশ শাকিল (২৪)।
শনিবার (২৩ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক সিএসপি নিউজকে বলেন, স্টেশনরোড এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি অঅরও জানান, গ্রেপ্তার হোসেনের বিরুদ্ধে কোতোয়ালী থানাসহ নগরের বিভিন্ন থানায় সাতটি এবং দুলাল মিয়ার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।
সিএসপি/বিআরসি