Logo
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

কোতোয়ালীতে ৮ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:

নগরের কোতোয়ালীতে আমদানি নিষিদ্ধ সিলভার ও গোল্ড ফ্লেবারের ORIS সিগারেট আটক করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকারও বেশি। এ সময় দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-মো আমিরুল ইসলাম (৩২) ও মো. আবু মুছা (৩৬)।

রোববার (১২ মে) নরিয়াজ উদ্দিন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, কোতোয়ালীর রিয়াজ উদ্দিন বাজারের তিনপুলের মাথা কাঁচাবাজারের প্রবেশ মুখে রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় ১৯২০ কার্টন বিভিন্ন ব্যান্ডের আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট। যার মূল্য ৮ লাখ ২৮ হাজার টাকা। এ সময় জব্দ করা হয় পরিবহন হিসাবে ব্যবহৃত কাঠের তৈরি ১টি ভ্যান গাড়িটিও।

কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ