নিজস্ব প্রতিবেদক:
নগরে অভিযান চালিয়ে ১৪টি সাজা পরোয়ানাভুক্ত দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
শনিবার (২০ এপ্রিল) দুপুরের দিকে পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-নন্দনকানন এলাকার মৃত মো. নুরুল হকের ছেলে মো. ইমতিয়াজ সেলিম এবং তামাকুমুন্ডি লেন এলাকার মৃত নজির আহমেদের ছেলে মো. কামাল উদ্দিন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক সিএসপি নিউজকে বলেন, ১৩টি সাজা পরোয়ানা ও ১টি সিআরসহ (নরমাল) মোট ১৪ পরোয়ানাভুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
সিএসপি/বিআরসি