নিজস্ব প্রতিবেদক:
নগরের কোতোয়ালীতে অভিযান চালিয়ে তিনটি সিআর সাজা ও দুটি সিআর পরোয়ানাভুক্ত মো. সাহাবুদ্দিন মানিক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত সাহাবুদ্দিন কোতোয়ালীর এনায়েত বাজার এলাকার হাজী আজিজুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (৯ মে) গরীবুল্লাহ শাহ মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, নগরের গরীবুল্লাহ শাহ এলাকায় অভিযান চালিয়ে সিআর সাজা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সাহাবুদ্দিন মানিককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সিএসপি/বিআরসি