নিজস্ব প্রতিবেদক:
নগরের কোতোয়ালীর রেলওয়ে অফিসার্স রেস্ট হাউজের সামনে থেকে তিনকেজি গাঁজাসহ বাবুল সরকার (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (৪ মে) বিকাল সাড়ে ৮টার দিকে নগরীর আটক করা হয়।
আটক বাবুল কুমিল্লার মাধবপুর ব্রাহ্মণপাড়া এলাকার এরশাদ সরকারের ছেলে।
পুলিশ জানায়, কোতোয়ালী রেলওয়ে অফিসার্স রেস্ট হাউজের সামনে পুলিশি অভিযানের সময় বাবুল সরকারের কাছে বস্তার ভিতর থেকে পলিথিন মোড়ানো ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক বাবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সিএসপি/বিআরসি