নিজস্ব প্রতিবেদক:
নগরের কোতোয়ালীর গোয়ালপাড়া এলাকা থেকে গাঁজাসহ মো. সুজন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।
শনিবার (১১ মে) তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালীর গোয়ালপাড়া তুলাতুলি বস্তির দুলালের ভাঙ্গারীর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সিএসপি/বিআরসি