নিজস্ব প্রতিবেদক:
নগরের কোতোয়ালির নসিমন ভবন এলাকায় অভিযান চালিয়ে ২শত ইয়াবাসহ ছোটন দে (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩১ মার্চ) তাকে আটক করা হয়।
আটক ছোটন দে রাঙ্গুনিয়ার রোয়াজারহাট এলাকার কুলকুরমাই সন্তোষ বাবুর বাড়ির বাবুল কান্তি দে-এর ছেলে। ছোটন বর্তমানে নগরের বায়েজিদ বোস্তামীর টেক্সটাইল এলাকার শান্তিনগরে বসবাস করেন।
কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) নয়ন বড়ুয়া সিএসপি নিউজকে বলেন, ডিউটিরত পুলিশ জামালখান মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালীর নসিমন ভবন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানায় পুলিশ।
সিএসপি/বিআরসি