সিএসপি ডেস্ক:
নগরের কোতোয়ালীতে ইফতারের পরপরই প্রাণ গেল মো. মহসীন (৫৫) নামের এক যুবকের।
নিহত মহসীন চাঁদপুরের শাহরাষ্টি থানার টামটা গ্রামের মোতাহের হোসেন প্রকাশ মোতাহের ভান্ডারীর ছেলে বলে জানা গেছে।
শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় ইফতার খাওয়ার পর তিনি মারা যান।
জানা যায়, নগরের মোমিন রোডের কদম মোবারক বাই লেইনে অবস্থিত একটি পত্রিকা অফিসের নিচে বসে কয়েকজন মিলে ইফতার করেন। ইফতারের পরপরই খারাপ লাগার কথা জানালে তার সঙ্গে ইফতার করা লোকেরা সঙ্গে সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যান। এসময় চমেকে কর্তব্যরত ডাক্তাররা প্রাথমিকভাবে দেখে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।
কোতোয়ালী থানার এসআই সজীব ভট্টাচার্য সিএসপি নিউজকে বলেন, শনিবার সন্ধ্যায় মহসীন নামের এক লোক মারা গেছে আমার কাছে তথ্য এসেছে। তবে কি কারণে মারা গেছে তা বিস্তারিত জানা যায়নি। হাসপাতাল নেয়ার আগে মহসীন মারা গেছে বলে ডাক্তার উল্লেখ করেছে। রোগির ময়না তদন্ত শেষে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে জানান তিনি।
সিএসপি/বিআরসি