নিজস্ব প্রতিবেদক:
নগরের কোতোয়ালীর মোড়ের জামে মসজিদের সামনে থেকে আপন দাশ (২৫) নামে এক মাদককারবারিকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৮শত পিস ইয়াবা জব্দ করা হয়।
সোমবার (২২ এপ্রিল) তাকে আটক করা হয়।
আটক আপন পটিয়ার মধ্যম মুজাফারাবাদ কালী বাড়ির এলাকার সুজিত দাশের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মোড়স্থ জামে মসজিদের সামনে চেক পোস্ট পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় আটক আসামির দেহ তল্লাশি করে মোট ৪ হাজার ৮শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সিএসপি/বিআরসি