সাতকানিয়া প্রতিনিধিঃ
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কেরানীহাট শাখার উদ্যেগে গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক গ্রাহক সমাবেশ গতকাল সোমবার বিকালে শাখা মিলনায়তনে শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, উত্তর সাতকানিয়া সাংগু সাংগঠনিক থানা জামায়াতের আমীর ডা. মুহাম্মদ আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন,সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বাবর। শাখার ম্যানেজার অপারেশন আব্দুল হান্নানের উপস্থাপনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন। প্রধান অতিথি ডা. আব্দুল জলিল বলেন, ইসলামী ব্যাংক নিয়ে দীর্ঘ দিন ধরে যে ষড়যন্ত্র চলে আসছিল তা গত ৫ আগষ্ট কোটা বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে তা নস্যাৎ হয়ে গেছে। এখন ইসলামী ব্যাংক আগেকার ঐতিহ্যে ফিরছে। ইসলামী ব্যাংক শুধু ব্যাংকিং করেনা। ইসলামী ব্যাংক গরীব দুঃখি মেহনতি মানুষের কল্যানে কাজ করবে। বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক শহীদুল ইসলাম বাবর বলেন,সৎ ও যোগ্য ব্যবস্থাপনার কারনে ইসলামী ব্যাংকের আগেকার ঐতিহ্যে ফিরতে পারছে। ইসলামী ব্যাংকে এখন আর কোন সংকট নেই। আগামী ইসলামী ব্যাংকের আরো সমৃদ্ধির পথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।