রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক কেন্দ্র সাতকানিয়া উপজেলার কেরানিহাট। কেরানিহাট নিউ মার্কেটের শেষ প্রান্তে বি ব্লকে
তাজনোভা ওশান সিটি। এ ওশান সিটিতে রয়েছে সম্পুর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আবরণ গ্যালারি। আবরণ গ্যালারি তে রয়েছে শাট,প্যান্ট,লেডিস কাপড়, জুতা, স্যান্ডেলসহ নিত্য,প্রয়োজনীয় সঙ্গী।২ ডিসেম্বর আবরণ গ্যালারির প্রথম বর্ষপূর্তি। এ বর্ষপূতি উপলক্ষে উপলক্ষে কেনাকাট করলে পাচ্ছেন ২০% ছাড়। অত্যাধুনিক ডিজাইন, বাহারি রঙে, নিত্য নতুন ডিজাইনের বিপুল সমাহার।আবরণ গ্যালারির ১ম বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানে বিকেল ৪টার দিকে কেক কেটে ১ম বর্ষপূর্তি পালন করা হয়।এ সময় আবরণ গ্যালারির স্বত্বাধিকারী মাওলানা সমশুল ইসলাম সওদাগর,পরিচালক শহীদুল ইসলাম,কফিল উদ্দিন, মোঃ সোলেমান, রাসেলসহ অত্র মার্কেটের ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।