রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
লোহাগাড়ার দু`মেয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত শিক্ষা বিষয়ক সম্পাদক, চুনতি শাহ ছাহেব কেবলার দৌহিত্রী সাজেদা সুরাত এবং বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য সুরাইয়া খানম লিলি কে বরণ করে নিয়েছে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ ও লোহাগাড়ার জনসাধারণ। ২৮ জুলাই বিকেলে সাজেদা সুরাত এবং সুরাইয়া খানম লিলি লোহাগাড়ায় পৌঁছলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দেরকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।এসময় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুয়ানুল হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ন কবিরসহ অন্যান্যা নেতৃবৃন্দ ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।কেন্দ্রীয় কমিটিতে স্থান প্রাপ্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন লোহাগাড়ার দু`মেয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত শিক্ষা বিষয়ক সম্পাদক, চুনতি শাহ ছাহেব কেবলার দৌহিত্রী সাজেদা সুরাত এবং বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য সুরাইয়া খানম লিলি।