Logo
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রাম বন্দর ও কাস্টমস ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও উপ-সচিব ওএসডি বাবরসহ ৬ জন খালাস, পরেশ বড়ুয়াসহ ৫ জনের সাজা কমল লোহাগাড়ায় অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে এক বন্ধুকে হত্যার অভিযোগ, জড়িত সন্দেহে তিন বন্ধু আটক লোহাগাড়ায় দখলীয় জায়গা জোরপূর্বক দখল প্রচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লোহাগাড়ায় নিরাপদ মহাসড়ক ও দূর্ঘটনা রোধকল্পে মতবিনিময় সভা দলীয় নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন সাবেক ছাত্রদল নেতা এসএম আবু তাহের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলকে সুসংগঠিত করুনঃ নাজমুল মোস্তফা আমিন রোগীদের সাথে ভাল ব্যবহার করতে হবে, মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হবেঃ ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন বটতলী স্টেশনে যানজট নিরসনে কঠোর অবস্থানে লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটি

কেএনএফের গ্রেপ্তার ৫২ সদস্য দুই দিনের রিমান্ডে

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ-এর  গ্রেপ্তার হওয়া ৫২ সদস্যকে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একইসঙ্গে অপরজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে আদালতে  আসামিদের হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন জানান পুলিশ।

বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নাজমুল হোসাইন আদালত দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এসময় আদালত আসামি লাল নুন বমকে (২৩) জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

অপর রিমান্ড প্রাপ্তরা হলেন- চেওচির বম (৫৫), ভান লাল দিক বম (৩০), সাইরাজ বম (২৫), রুয়াল কামলিয়ান বম (৫৫), গিলবার্ট বম (১৯), লাল রাম তিয়াম বম (৪৪), লিয়ান নোয়াই থাং বম (২০), নল থন বম (৫৫), পেনাল বম (৬৫), লাল মুন লিয়ান বম (২৮), জাসোয়া বম (৪৫), জৌনুন বম (৪৫), ভান লাল সম বম (৩৩), লাল ধাম লিয়ান বম (৩৬), রেন থন বম (৩০), সাপ লিয়ান থাং বম (২১), লমজুয়েল বম (৫৯),পাসুম বম (৪৪), লাল বাউ খম বম (৩৭), ভান রোয়াত ময় বম (২৩), লাল রুইয়াই বম (৫২), লাল দিন থার বম (৪০), লাল রৌয়াত লন বন (৪৫) লাল ফ্লেং কিং বম (২৯), রৌসাং লিয়ান বম (৩০), লাল থাং পুই বম (২০), ভারৌ সাং বম (৩২), লাল ইমানুয়েল বম পায়েল (৪৩), লাল রিং সাং বম (২৫), মুন থাং লিয়ান বম (৩৩), জেমস মিল্টন বম (৩৪), রাম থাং লিয়ান বম (১৯), মেলরী বম (২২), জিংরুথং বম (৩০), ভান রিম কিম বম (৩৫), লেরী বম (২৩), নেম্পেল বম (৩৩), লাল তলাহকিম বম (৩০), পারঠা জুয়েল বম (১৯), লাল নুন কিম বম (২৫), লাল নুএং বম (১৯), টিনা বম (১৯), লাল নুর জির নম (৩৩), জিং রেম ঙাক বম (২০), আল মন বম (৩০) ঙাইন কিম বম (৩০), লালসিং পার বম (২৬), শিউলি বম (২১), লাল রোবত বম আপেল (২৭), লাল লম থার বম (৩১), মিথু সেল বম (২৫) এবং লাল রুয়াত লিয়ান বম (৩৩)।

আদালতের জিআরও বিশ্বজিত সিংহ জানান, রুমায় ব্যংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় দায়ের করা ২টি মামলায় ৫৩ জনের ৫ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে ৫৩ জন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে ৫২ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর ও একজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।

আদালতে আসামি পক্ষের আইনজীবী কাজী মহোতুল হোসাইন যত্ন জানান, রুমা থানার মামলা নম্বর ৪/২০২৪ ও ৭/২০২৪ দুটি মামলায় আসামিদের রিমান্ড আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের আবেদন শুনানি শেষে একজন প্রেগন্যান্ট আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি এবং বাকিদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ড শেষে পরবর্তী ধার্য তারিখে আদালতে হাজির করা হলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

বান্দরবান কোর্ট পুলিশ পরিদর্শক ফজলুল হক সিএসপি নিউজকে বলেন, রাস্ট্রপক্ষের পাঁচদিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে একজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি এবং ৫২ জনের প্রত্যেককে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

প্রসঙ্গত: রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় ৮টি মামলায় এ পর্যন্ত পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাসনাল ফ্রন্ট (কেএনএফ’র) সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া ৬৬ জনকে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে আদালতের নির্দেশনায়।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ