Logo
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের রুমায় অভিযান চালিয়ে কেএনএফ-এর আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।  এ সময় তাদের কাছ থেকে সাতটি দেশীয় বন্ধুক, ২০ রাউন্ড গুলি, ইউনিফর্ম, বুট এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এর প্রেসরিলিজে এ তথ্য জানানো হয়। তবে গ্রেপ্তারদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

সোমবার ভোরে বান্দরবানের রুমার বেথেল পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন রুমা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কে এম আরাফাত আমিন।

তিনি জানান, যৌথ বাহিনীর তল্লাশি অভিযানে কেএনএফের সাতটি দেশীয় বন্দুক, ২০ রাউন্ড গুলি, ইউনিফর্ম, বুট এবং ব্যবহৃত একট ল্যাপটপ জব্দ করা হয়েছে।

সন্দেহভাজন আরও কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। এ নিয়ে সশস্ত্র দলটির ছয়জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হলো।

এর আগে রোববার ভোরে কেএনএফের প্রধান সমন্বয়ক চেওসিম বমকে গ্রেপ্তার করা হয়। রোববার রাতে ব্যাংক ডাকাতির ঘটনায় তিন কেএনএফ সদস্য ও তাদের সহযোগী এক গাড়িচালককে গ্রেপ্তার করা হয়।

সিএসপি/বিআরসি

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ