নিজস্ব প্রতিবেদক:
রাউজানে প্রত্যেক নাগরিকের ভূমিসেবা নিশ্চিত করতে হবে। কৃষি জমি রক্ষায় সচেতনতা বাড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী
সোমবার (১০ জুন) সকাল ১০টায় রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভূমি বিষয়ক আইন সম্পর্কে নতুন প্রজন্মের মাঝে সচেতনতা বাড়ানো প্রয়োজন। দেশে যে হারে জনসংখ্যা বাড়ছে সে হারে জমি বাড়ছে না।
সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা। স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম।
বক্তব্যে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকার হলো ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। সে লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ অংশীদার ভূমি মন্ত্রণালয়। বর্তমানে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়, অনলাইন কেইস ম্যানেজমেন্ট ও ই-পর্চার মতো উদ্যোগ নিয়ে কাজ করছে মন্ত্রণালয়।
তিনি আরও বলেন, রাউজানে ভূমিসেবা বর্তমানে শতভাগ অনলাইনে প্রদান করছে। ক্যাশলেস অফিস পরিচালনা করা হচ্ছে। ভূমি বিষয়ক আইন কানুনসমূহ জানা এবং ভূমিসেবা প্রাপ্তি সহজতর করতে এই ধরনের জনসচেতনতামূলক সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ এবং ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ।
এসময় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, লায়ন এম সরোয়ার্দী সিকদার, আবদূর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আবদুল জব্বার সোহেল, লায়ন সাহাবুদ্দিন আরিফ, প্রিয়তোষ চৌধুরী, রোকন উদ্দিন, বাবুল মিয়া, নুরুল আবছার, চন্দন কুমার মল্লিকসহ পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
সিএসপি/বিআরসি