কুতুবদিয়া প্রতিনিধি:
কুতুবদিয়া ধুরুংবাজারের রাস্তার পাশ থেকে মুহাম্মদ তারেক নামে এক গ্যাস বিক্রেতার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মগলাল পাড়ার রাস্তা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত গ্যাস বিক্রেতা মুহাম্মদ তারেক ধুরুং বাজারের দক্ষিণ পাশে মুছা সিকদারপাড়ার মৃত আবু তাহেরের ছেলে।
নিহত তারেকের স্ত্রী সেলিনা আক্তার সিএসপি নিউজকে বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে তার স্বামীর সঙ্গে মোবাইলে কথা হয়। ঘরে বাজার নিয়ে আসার কথা ছিল। দোকানে নিয়মিত সিএনজিচালক মিজানসহ কয়েক বন্ধুর সঙ্গে মোবাইলে ক্যাসিনো বেইট খেলত।
তিনি আরও জানান, মগলালপাড়ার পাশে কুইল্যার পাড়ার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলার জেরে মঙ্গলবার কৌশলে তারেককে দাওয়াতের কথা বলে নিয়ে যায়। সকালে স্থানীয়দের মাধ্যমে ভোরে রাস্তায় লাশ পড়ে থাকার খবর পান বলে জানান তিনি। নিহত তারেকের ৩ বছর বয়সী ১ ছেলে রয়েছে ও তার স্ত্রী ৫ মাসের অন্ত:স্বত্বা ।
ধূরুংবাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মিজবাহুল আলম সিকদার সিএসপি নিউজকে বলেন, ধুরুংবাজারের সিসিটিভির ফুটেজ দেখা যায়, তারেক রাত ৯টা ৪৫ মিনিটে দোকান বন্ধ করে বাজারের পূর্বদিকে চলে যায়, সকালে তারা খবর পায় ব্যবসায়ী তারেকের মরদেহ মগলালপাড়ায় পড়ে আছে।যারা তারেকের হত্যার সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রামপ্রসাদ ভক্ত সিএসপি নিউজকে বলেন, উত্তর ধুরুং মগলালপাড়ায় রাস্তায় ধুরুং বাজারে গ্যাস বিক্রেতার মৃতদেহ পড়ে থাকলে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ প্রাথমিক নিশ্চিত হয়েছে তারেককে কে বা কারা হত্যা করেছে। তদন্ত চলমান রয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। মামলার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
সিএসপি/বিআরসি