প্রধান অতিথি অতিরিক্ত সচিব মো : মুনীর চৌধুরী :
রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধি :
লোহাগাড়ায় কাল ৫ নভেম্বর শনিবার সকালে প্রথম বারের মতো অনুষ্টি হতে যাচ্ছে ‘সায়েন্স এন্ড রোবটিক্স অলিম্পিয়াড- ২০২২।
বাংলাদেশে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেন্স মোকাবিলার প্রস্তুতি হিসেবে রোবটিক্স শিক্ষাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে দেশের উপজেলা পর্যায়ে চট্টগ্রামের লোহাগাড়ায় এ প্রথম রোবটিক্স অলিম্পিয়াডটি অনুষ্টিত হচ্ছে।
আজ শনিবার সকাল ৯টায় উপজেলা সদরের মোস্তফা বেগম গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিতব্য এ অলিম্পিয়াডটি প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে শুভ উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক সরকারের অতিরিক্ত সচিব মুহাম্মাদ মুনীর চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো : মমিনুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম ইব্রাহিম কবির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : শরীফ উল্যাহ।
লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের অর্থায়নে এবং রিসার্চ ল্যাব চট্টগ্রামের পরিচালনায় এ সায়েন্স এন্ড রোবটিক্স অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
দিনব্যাপী অলিম্পিয়াডে চলবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মিউজুবাস প্রদর্শনী, রোবটিক্স কুইজ প্রতিযোগিতা, রোবট প্রজেক্ট শোকেসিং প্রতিযোগিতা, রোবট তৈরিকরণ ওয়ার্কসপ, ফুটবট প্রতিযোগিতা ও ড্রোন শো।
উক্ত অলিম্পিয়াডে উপজেলার ৫৮টি শিক্ষা প্রতিষ্টানের ৬ হাজার শিক্ষার্থী ও অভিভাবক
উপস্থিত থাকবেন এবং আটশত শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন রিসার্চ ল্যাব চট্টগ্রামের প্রতিষ্টাতা পরিচালক তরুণ বিজ্ঞানী প্রকৌশলী জাহেদ হোসাইন নোবেল। ##