সিএসপি ডেস্কঃ
কালুরঘাট সেতুর সংস্কার কাজের ধরণ ও গতি দেখে মনে হয় ঈদের আগে এটি খুলে দেয়া সম্ভব হবে না। তবে সেতু দিয়ে পায়ে হেঁটে পারাপারের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে অনুরোধ জানিয়েছেন আবদুচ ছালাম এমপি।
মঙ্গলবার ( ১২ মার্চ) সকালে কালুরঘাট সেতুর সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সংস্কার কাজের বিস্তারিত তুলে ধরে আবদুচ ছালাম এমপি বলেন, এখন তাড়াহুরো করে কাজটি করতে যাওয়াও ঠিক হবে না।
ইতোপূর্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে ঈদের আগেই সেতুটি সংস্কারকাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দিতে বলেছিলাম।
তবে আমার দীর্ঘ ১০ বছর ধরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, ডিজাইনে রাখা ফুটপাতের কাজকে প্রাধান্য দিয়ে কাজ করলে সার্বিক নিরাপত্তা ও কাজের সর্বোচ্চ গুণগতমান ঠিক রেখেও ফুটপাতের কাজটি ঈদের আগে সম্পন্ন করা যাবে। আমি সংশ্লিষ্টদের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে ফুটপাতের কাজটি শেষ করার অনুরোধ জানাচ্ছি। তবে সংশ্লিষ্টরা আমাকে ফুটপাতের কাজটি শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আর এপিলের শেষে কিংবা জুনের প্রথমভাগে সম্পূর্ণ সংস্কার কাজটি
শেষ হবে বলে আশা করছি।
এ সময় কালুরঘাট সেতু নির্মাণের প্রসঙ্গে আবদুচ ছালাম বলেন, আমি আমার নির্বাচনি প্রচারণার সময় বলেছিলাম, কালুরঘাট সেতু যেমন জরুরি তেমনি জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়াটাও জরুরি। সৃষ্টিকর্তার অশেষ রহমত এবং জনগনের দোয়া ও ভালবাসায় আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাই, কালুরঘাট সেতুও নিশ্চয়ই বাস্তবায়ন হবে ইনশাল্লাহ্।
তিনি আরও বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদল এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ এমপি কালুরঘাট সেতু নিয়ে সংসদে অনেক বার বক্তব্য দিয়েছেন এবং বিভিন্ন দপ্তরে যোগাযোগও করেছেন। আমি ও সংশ্লিষ্ট সবমহলে যোগাযোগ অব্যাহত রেখেছি। অগ্রগতি কি, কবে, কখন সেতুটি হবে, এ বিষয়ে আমি এখন কোনও মন্তব্য করতে চাইনা। সেতুটির পরিকল্পনা বাস্তবায়ন শুরুর পর্যায়ে গেলে আমি এ বিষয়ে মুখ খুলব।
সংস্কার কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল চৌধুরী, স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক মো. জাহেদুল হক, ৫নং মোহরা ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমীন মামুন, বোয়ালখালী পৌর সভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া এসএম আনোয়ার মির্জা ও সংস্কার কাজে নিযুক্ত বাংলাদেশ রেলওয়ের ব্রিজ ইঞ্জিনিয়ার জিসান দত্ত ও ডিভিশনাল-১ এর প্রকৌশলী আবদুল হানিফ ও সংস্কার কাজ বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সিএসপি/বিআরসি