বোয়ালখালী প্রতিনিধি:
কালুরঘাটের ফেরি থেকে বেইলি ব্রিজে উঠতে গিয়ে টেম্পোর ধাক্কায় ফাতেমা তুজ জোহরা (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।।
নিহত ফাতেমা বোয়ালখালীর পশ্চিম কধুরখীল এলাকার ডাক্তার হাসানের মেয়ে। সে নগরের হাজেরা তুজ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে ফেরিঘাটের পূর্বদিকে এ দুর্ঘটনা ঘটে।
একজন প্রত্যক্ষদর্শী জানায়, নদীর পশ্চিম প্রান্ত থেকে ছেড়ে আসা ফেরি থেকে পাড়ে উঠার সময় বেইলি ব্রিজে একটি সিএনজিচালিত টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত পেছনের দিকে নেমে আসে। এসময় ফেরিতে উঠার জন্য কলেজ শিক্ষার্থী বেইলি ব্রিজ পার হচ্ছিল। এ সময় টেম্পোটি বেইলি ব্রিজের রেলিংয়ের সঙ্গে ওই শিক্ষার্থী চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল কর্মকর্তা ডা. সঞ্জয় সেন জানান, শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরাকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, ঘটনায় জড়িত টেম্পোটি জব্দ করা হয়েছে। টেম্পো চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
সিএসপি/বিআরসি