বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীর কালুরঘাট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীসহ তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে সাইকেল ও মোটরসাইকেল।
শনিবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে কালুরঘাটের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-সাইকেল আরোহী সারোয়াতলী পূর্ব খিতাপচর গ্রামের মো. ইমতিয়াজ (৫০), মোটরসাইকেল আরোহী আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রামের মো. আরাফাত (২২) ও মো. আজাদ (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির একটি মোটরসাইকেল আমতল এলাকায় সাইকেল আরোহীকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে বসা দুই আরোহী ও সাইকেল চালক আহত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. তাসনিম জাহান শোভা সিএসপি নিউজকে বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে মো. ইমতিয়াজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে জরুরিভিত্তিতে পাঠিয়ে দেয়া হয়েছে।
সিএসপি/বিআরসি