রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় কাভার্ডভ্যান করে অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধ গ্যাস বিক্রির দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।লোহাগাড়া ফায়ার সার্ভিসের উপস্থিতিতে কাভার্ডভ্যানের ভিতরে থাকা গ্যাসগুলো অবমুক্ত করে দেওয়া হয়।৩১ জানুয়ারি দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান।অভিযানকালে থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান জানান,উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠের পার্শ্বে অনেকদিন ধরে লাইসেন্স ব্যতীত ভ্রাম্যমান সিএনজি ফিলিংস্টেশন স্থাপন করে কাভার্ডভ্যান থেকে সরাসরি সিএনজি অটোরিকশাতে ঝুঁকিপূর্ণভাবে সিএনজি গ্যাস বিক্রির দায়ে বাবুল কান্তি নাথ নামে এক যুবককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ২ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। লোহাগাড়া ফায়ার সার্ভিসের উপস্থিতিতে কাভার্ডভ্যানের ভিতরে থাকা গ্যাসগুলো অবমুক্ত করে দেওয়া হয়। আগামীতে তারা কোনভাবেই খোলা জায়গায় গ্যাস বিক্রি করতে পারবেনা। অবৈধ ভাবে গ্যাস বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।