নিজস্ব প্রতিবেদক:
নগরের কাপ্তাই রাস্তার মাথা থেকে চোরাই অটোরিকশাসহ লাভলু নাথ (৩২) ও মো. ছালেহ আহাম্মদ (৪৩) নামে চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও পুলিশ।
সোমবার (২৫ মার্চ) থানা সূত্রে নিশ্চিত করা হয়, রোববার রাঙ্গুনিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বাদী মো. ইয়াছিনের তার একটি অটোরিকশা (রেজিঃ নং-চট্টগ্রাম-থ-১৩-৭৯৭১) গাড়িটি গত ২১ মার্চ সকাল ৬ টার দিকে চান্দগাঁওয়ের কাপ্তাই রাস্তার মাথা মোড় থেকে চুরি করে নিয়ে যায় বলে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে চান্দগাঁও থানায় মামলা (নং-৩৬(০৩)২৪ ধারা-৩৭৯) হয়।পরে ওই মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে ২৪ মার্চ রাঙ্গুনিয়ার লিচু বাগান এলাকা থেকে উদ্ধার করা হয়। এসময় চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের হেফাজত থাকা চোরাই যাওয়া সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ বিষয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।
সিএসপি/বিআরসি