কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে অভিযান চালিয়েছেন মৎস্য বিভাগ। এ সময় ৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০টি রিং জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ওয়াগ্গাছড়া প্যানারোমা জুম রেস্তোরাঁ হতে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র এলাকার চৌধুরীছড়া পর্যন্ত মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান এই অভিযান পরিচালনা করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান জানান, কর্ণফুলী নদীতে অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করার সময় অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, অভিযানে নিষিদ্ধ ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা এবং ও ২০টি রিং জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
অভিযান শেষে জব্দকৃত জালগুলি কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকার চৌধুরীছড়া কর্ণফুলী ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশনের উপকেন্দ্র প্রধান মো. জসিম উদ্দিনসহ উপজেলা মৎস্য বিভাগ ও উপ-কেন্দ্রের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সিএসপি/বিআরসি