কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাইয়ে ২৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ বিশাখা তনচংগ্যা (৪৬) নামে একজনকে আটক করেছে পুলিশ।
আটক বিশাখা কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর দেবতাছড়ি (ছোট পাগলী) গ্রামের বাসিন্দা বলে জানিয়েছ পুলিশ।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম সিএসপি নিউজকে জানান, কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর দেবতাছড়ি (ছোট পাগলী) গ্রামে বিশাখা তনচংগ্যার বসতঘরের শয়নকক্ষ হতে বুধবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮ টার সময় বিশাখা তনচংগ্যাকে ২৬ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক করা হয়।
অবৈধ মাদক রাখার অপরাধে তার বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামিকে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।
সিএসপি/বিআরসি