কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাই উপজেলার বিএফআইডিসি শিল্প এলাকার মার্কেটের সামনে থেকে ১২টি পানকৌড়ি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৪ জুন) রাত সাড়ে ৮টায় এসব উদ্ধার করা হয়।
পরেরদিন শনিবার (১৫ জুন) সকালে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পানকৌড়িগুলো হস্তান্তর করা হয়।
এ সময় কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির হোসেনসহ বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
সিএসপি/বিআরসি