কাপ্তাই প্রতিনিধিঃ
কাপ্তাই-চট্টগ্রাম সড়কে সিএনজি উল্টে সিএনজি যাত্রী ফরেস্ট গার্ড সুইমংচিং মারমার মৃত্যু হয়েছে। নিহত সুইমংচিং পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিশেষ টহলদলের সদস্য ছিলেন।
বুধবার (১৯ জুন) দুপুরে উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকাধীন বালুচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কাপ্তাই থানার ওসি (তদন্ত) দেবাশীষ সানা বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাতে রয়েল হাসপাতালে মারা যায়।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানান, নিহত সুইমংচিং মারমা কাপ্তাইয়ের ৩নং চিৎমরম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফরেস্টঘোনার বাসিন্দা। বিকেলে সড়ক দুর্ঘটনার পর তাকে চট্টগ্রাম রয়েল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।
সিএসপি/বিআরসি