কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাইয়ে মিতিলা মারমা নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
দণ্ডপ্রাপ্ত আসামি অংবাচিং মারমা প্রকাশ আবাসু (৪৬) জেলার কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের বড়খোলা পাড়ার উচাখ্যাই মারমার ছেলে।
রায়ের আদেশে আদালত অপরাধ প্রমাণিত হওয়ায় অংবাচিং মারমাকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অর্থদণ্ড প্রদান করেন আদালত।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় দিয়েছেন। এটি রাঙামাটিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পর কোনো আসামির বিরুদ্ধে প্রথম মৃত্যুদণ্ড রায়।
মামলার নথি সূত্রে জানা গেছে, রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের পূর্বকোদালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী মিতিলা মারমাকে ২০১৯ সালের ২ ফেব্রুযারি সকালে চন্দ্রঘোনা থানার বড়খোলা এলাকায় প্রাইভেট শিক্ষক পড়ানোর কথা বলে তার বাসায় নিয়ে আসে আসামি অংবাচিং মারমা।
এরপর তাকে ধর্ষণ চেষ্টা করে এবং ধর্ষণে ব্যর্থ হলে ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর মৃতদেহ বস্তায় ভরে লুকানোর চেষ্টা করে। এ ঘটনায় পরে আসামিকে স্থানীয়রা ধরে পুলিশের কাছে তুলে দেয়। পরে ওই ছাত্রীর বাবা সাথুই অং মারমা চন্দ্রঘোনা থানায় মামলা করেন।
রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সাইফুল ইসলাম অভি বলেন, এ রায়ে বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছে। এতে সমাজ থেকে অপরাধও কমে আসবে।
সিএসপি/বিআরসি